আন্তর্জাতিক ডেস্ক:
জাপানে ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিবিসি জানিয়েছে, ২০০৮ সালে টোকিওতে ছুরিকাঘাতে ও ট্রাক দিয়ে পিষে সাতজনকে হত্যা করেছিলেন তোমোহিরো কাতো।
জাপানে স্মরণকালের মর্মান্তিক ওই হত্যাকাণ্ডের ১৪ বছর পর টোকিওতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ২০০৮ সালে আকিহাবারা শপিং ডিস্ট্রিক্টে পথচারীদের ভিড়ের মধ্যে একটি ট্রাক চালিয়ে দেন তিনি।
ওই সময় তার বয়স ছিল ২৫ বছর। পথচারীদের একের পর এক ছুরিকাঘাতও করেছিলেন তিনি। ছুরিকাহতদের মধ্যে চার জনের প্রাণ চলে গিয়েছিল এবং আটজন আহত হয়েছিল। তার ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা পড়েছিল তিনজন।
হামলার শিকার ব্যক্তিরা রাস্তায় এভাবেই পড়েছিলেন।
ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে এবং পরে তার বিচার শুরু হয়। একপর্যায়ে নিজের অপরাধ স্বীকার করেন হিংস্র এই ব্যক্তি।
স্থানীয় সময় মঙ্গলবার জাপানের গণমাধ্যমগুলো জানিয়েছে, কাতোকে টোকিও ডিটেনশন সেন্টারে ফাঁসি দেওয়া হয়েছে।
বিএসডি/ফয়সাল