বিনোদন ডেস্ক:
রকস্টার বিবার আরও বলেন, ‘বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক। এখন মুখের ব্যায়াম করছি এবং বিশ্রাম নিচ্ছি। আমার বিশ্বাস, আমি ফিরে আসবই। যে কাজের জন্য জন্মেছি, তা করবই। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরব। ঈশ্বরের ওপর আমার আস্থা আছে।’
কী এই ‘রামসে হান্ট সিনড্রোম’? এটি স্নায়ুর অসুখ। এর ফলে মুখ এবং কানের স্নায়ুর ক্ষতি হয়। মুখের পক্ষাঘাতের পাশাপাশি শ্রবণশক্তিও চলে যেতে পারে।
মার্চে তাঁর স্ত্রী হেইলি বিবারকে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি পরে বলেছিলেন যে তিনি স্ট্রোক করেছিলেন এবং তাঁর হার্টে ব্লক ধরা পরায় অস্ত্রোপচার করা হয়েছিল।
তবে ঠিক কতদিনে তিনি সুস্থ হয়ে উঠবেন, এই কানাডিয়ান সংগীতশিল্পী তা নিশ্চিত নন। তাঁর ভক্তরাও তাই উদ্বিগ্ন হয়ে রয়েছেন।
বিএসডি/ এমআর