নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর জুরাইনে তিতাসের গ্যাসের লাইন সংস্কারের সময় বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- জুম্মন হোসেন হাওলাদার (১৯), আব্দুর রহমান (৬০), আজিজুল হক (৭০), খলিলুর রহমান (৪৫), সিরাজ (২০) ও জিহাদ (২২)।
দগ্ধ সিরাজ জানান, তারা তিতাসের শ্রমিক। রাতে জুরাইন কবরস্থানের পেছনের একটি গলিতে রাস্তার পাশে গর্ত করে গ্যাস লাইন লিকেজ মেরামত করছিলেন। ওই গর্তে ড্রেনের পানি আসায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করছিলেন। এমন সময় ওই মোটরে একটি ফায়ার হয়। সঙ্গে সঙ্গেই সেখানে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ছয় জন দগ্ধ হন।
বার্ন ইন্সটিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিএসডি/এফএ