ধর্ম ডেস্ক,
আমরা জানি, জোহরের ফরজ নামাজের আগের চার রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা। কিন্তু কথা হলো- কোনো কারণে যদি জোহরের চার রাকাত সুন্নত পড়তে না পারলে ফরজের পর পড়া যাবে কিনা?
জোহরের আগের সুন্নত যেহেতু সুন্নতে মুআক্কাদাহ, তাই এই চার রাকাত সুন্নাত ফরজ পড়ার আগেই পড়তে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো কারণে জোহরের নামাজের পূর্বের চার রাকাত সুন্নত নামাজ পড়তে না পারে, তাহলে সে ফরজের পরে সে চার রাকাত সুন্নাত পড়ে নেবে। তখন জোহরের ফরজ শেষে পর দুই রাকাত সুন্নত পড়বে, এরপর ফরজের আগের সেই চার রাকাত সুন্নত আদায় করে নিতে হবে।
বিভিন্ন হাদিস থেকে জানা যায়, আল্লাহর রাসুল (সা.) জোহরের আগের চার রাকাত সুন্নাতের এত গুরুত্ব দিতেন যে, কখনো যদি আগে পড়তে না পারতেন তাহলে ফরযের পরে হলেও পড়ে নিতেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) জোহরের আগের চার রাকাত সুন্নাত কখনো আগে পড়তে না পারলে ফরজের পরে তা পড়ে নিতেন। (তিরমিজি, হাদিস : ২/২৯১)
বিএসডি/এএ