ঝালকাঠি প্রতিনিধি:
রাকিবের স্বজনদের ভাষ্য, গতকাল রাত সাড়ে আটটার দিকে বিরোধ মীমাংসার কথা বলে পলাশ সিকদার মুঠোফোনে রাকিবকে তাঁদের বাড়ির কাছে আসতে বলেন। পরে রাকিব তাঁর চার থেকে পাঁচজন বন্ধুকে নিয়ে লালমোন সাইক্লোন শেল্টারের সামনে পৌঁছালে পলাশ সিকদার, তাঁর ভাই রহমান সিকদারসহ তিন থেকে চারজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় রাকিব, রিফাত ও তাওহীদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমির হোসাইন বলেন, গতকাল রাতে চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে তিনজনের শরীরে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাই গতকাল রাতে তাঁদের বরিশালে স্থানান্তর করা হয়েছে। আহত আরেকজন ঝালকাঠি সদর হাসপাতালেই আছেন।
এদিকে ওই ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাশ সিকদার ও তাঁর ভাই গা ঢাকা দিয়েছেন। তাই এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনার পর ঝালকাঠি থানার পুলিশ সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে আহত তরুণদের নামের তালিকা সংগ্রহ করেছে। জানতে চাইলে সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএসডি/ এফএস