স্পোর্টস ডেস্ক:
গত ম্যাচেই দারুণ এক জয় পেয়েছিল রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংসকে হারানোর ওই সুখস্মৃতি নিয়েই দিল্লির বিপক্ষে খেলতে নেমেছে তারা। শনিবার টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক সাঞ্জু স্যামসন। যথারীতি একাদশে আছেন বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান।
৮ ম্যাচে চার জয় ও হারে পয়েন্ট টেবিলের চারে আছে রাজস্থান। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস আছে দুই নম্বরে। ৯ ম্যাচে ৭ জয় ও ২ হার নিয়ে তাদের পয়েন্ট ১৪।
চলতি আইপিএলের শুরুর অংশে অবশ্য মুস্তাফিজের দল সুবিধাজনক অবস্থানে ছিল না। সাত ম্যাচ থেকে পেয়েছিল মাত্র ছয় পয়েন্ট। ছিল তালিকার ষষ্ঠ স্থানে। কলকাতা থেকেও এক ধাপ নিচে। ওই অবস্থা দ্বিতীয় অংশে কিছুটা হলেও বদলেছে।
রাজস্থান একাদশ-
যশস্বী জেসওয়াল, এভিন লুইস, সানজু স্যামসন (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মহীপাল লমরোর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কার্তিক তিয়াগি।