বিনোদন ডেস্ক:
দেশের প্রথম বেসরকারি রেডিও স্টেশন রেডিওটুডে’তে অনেক দিন ধরেই ‘পোস্টমর্টেম’ অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে। আরজে টুটুলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আসেন এবং গতানুগতিক ধারার বাইরে জীবনে ঘটে যাওয়া সত্যগুলো শেয়ার করেন।
এতদিন অনুষ্ঠানটি কেবল রেডিওতে শোনা গেছে। এবার এটি দেখা যাবে টিভি চ্যানেলেও। রেডিওটুডের সঙ্গে দেশের প্রথম এইচডি চ্যানেল এসএ টিভিতে একযোগে প্রচার হবে ‘পোস্টমর্টেম’। এ উপলক্ষে দুটি প্রতিষ্ঠানের মধ্যে বুধবার (৮ ডিসেম্বর) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর রাশেদ কাঞ্চন, অনুষ্ঠান প্রধান কাজী চপল; এবং রেডিওটুডের হেড অব প্রোগ্রাম ডেভলপমেন্ট আরজে টুটুল, হেড প্রোগ্রাম ম্যানেজার ফখরুল শাওন, বিপণন কর্মকর্তা নিলয় খান, ডিজিটাল এক্সিকিউটিভ বিশাল খান প্রমুখ।
একসাথে পথচলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আমরা আনন্দিত এই ভেবে যে, দেশের দুই প্রধান গণমাধ্যম একসঙ্গে একটি অনুষ্ঠান সম্প্রচার করতে যাচ্ছে। এই ‘পোস্টমর্টেম’ গণমানুষের ভেতরের গল্পটাই বের করে আনবে।”
অনুষ্ঠানের গবেষক ও উপস্থাপক আরজে টুটুল বলেন, “পোস্টমর্টেম’ কোন গতানুগতিক ইন্টারভিউ শো নয়। এখানে যেকোনো শ্রেণিপেশার মানুষ অতিথি হয়ে আসবেন এবং কিছু ‘আউট অব বক্স’ প্রশ্নের মাধ্যমে ভেতরের জমে থাকা সত্য কথাগুলো উঠে আসবে।”
উল্লেখ্য, প্রতি বৃহস্পতিবার রাত ১১টায় অনুষ্ঠানটি রেডিওটুডে ও এসএ টিভিতে একযোগে প্রচারিত হবে। এছাড়া উভয় মাধ্যমের ফেইসবুক পেজ ও ইউটিউবেও অনুষ্ঠানটি দেখতে এবং শুনতে পাওয়া যাবে।
বিএসডি/জেজে