প্রযুক্তি ডেস্ক:
রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের মধ্যে একটি কর্পোরেট চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সাশ্রয়ী মূল্যে টেলিযোগাযোগ সেবা পাবে।
অনুষ্ঠানে টেলিটকের শেখ ওয়াহিদুজ্জামান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানসম্মত টেলিকম সেবা স্বল্প মূল্যে গ্রাহকের দরজায় পৌঁছে দিতে রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল টেলিকম সেবা দানকারী প্রতিষ্ঠান টেলিটক প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম স্বাস্থ্যখাতে সেবিকা এবং ধাত্রীদের গুরুত্ব উল্লেখ করে তাদের কর্মদক্ষতা উন্নয়নে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ভূমিকা তুলে ধরেন এবং এক্ষেত্রে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির ভূমিকাও উল্লেখ করেন। বক্তারা সকলেই রাষ্ট্রীয় উভয় প্রতিষ্ঠানের পারস্পারিক সহযোগিতার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
বিএসডি/আইপি