নিহত শিক্ষার্থীর নাম কামরান হোসেন ওরফে রিগ্যান (২৩)। তিনি বগুড়ার পুণ্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর বাড়ি বগুড়ার কাহালু উপজেলার শেখাহার বাজার এলাকায়। তিনি বগুড়া শহরের বনানী এলাকায় বাসায় থেকে পড়াশোনা করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে এক আত্মীয়ের জানাজায় যোগ দিতে মোটরসাইকেল নিয়ে বগুড়া শহরের বাসা থেকে কাহালুর শেখাহার বাজারসংলগ্ন কাজিপাড়ার উদ্দেশে রওনা দেন কামরান হোসেন। বেলা দেড়টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের গোদারপাড়া বাজার এলাকার মসজিদের সামনে একটি পণ্যবাহী ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে কামরান মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। পরে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
বগুড়ার সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, বিশ্ববিদ্যালয়ছাত্র কামরান হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএসডি/এলএল