আন্তর্জাতিক ডেস্ক
২০২০ সালে মহামারির শুরুর সময় থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভিড-১৯ বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন করে ডেভিড নাবারো মারা গেছেন। ৭৫ বছর বয়সে ব্রিটিশ এই স্বাস্থ্য বিশেষজ্ঞের মৃত্যু হয়েছে বলে শনিবার সংস্থাটি জানিয়েছে।
কোভিড-১৯ বিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারোর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস।
এক্সে তিনি লিখেছেন, ডেভিড ছিলেন বৈশ্বিক স্বাস্থ্য ও স্বাস্থ্য-সমতা ব্যবস্থার কট্টর সমর্থক এবং অসংখ্য মানুষের জন্য এক প্রজ্ঞাবান উদার পরামর্শক।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ইনস্টিটিউট অব গ্লোবাল হেলথ ইনোভেশনের সহ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন নাবারো।
২০২১ সালে কোভিড-১৯ মহামারির চূড়ান্ত পর্যায়ে তিনি বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। ওই সময় বিশ্বের দরিদ্র দেশগুলোকে এই মহামারি মোকাবিলায় অধিক সহায়তার ওপর জোর দেন তিনি।
ব্রিটিশ এই স্বাস্থ্য বিশেষজ্ঞ করোনা মহামারি চলাকালীন বলেছিলেন, আমার পেশাজীবনে এমন স্বাস্থ্য সংকট আর কখনও দেখিনি।
এর আগে ২০১৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী হয়েছিলেন ডেভিড নাবারো। তবে নির্বাচনে টেড্রোসের কাছে পরাজিত হন তিনি।
সূত্র: রয়টার্স।