পাবনা প্রতিনিধি:
২৩শে আগস্ট মঙ্গলবার দুপুরে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কালাম আজাদের নেতৃত্বে ইন্সঃ মনিরুজ্জামান, এস আই রুহুল আমিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পৌর শহরে আব্দুল হামিদ রোডে বহুতল ভবন এর পঞ্চম তলায় অবৈধ লাইসেন্স বিহীন ঔষধ উৎপাদনকারী রিবার্থ নামক প্রতিষ্ঠানের সন্ধান পান।
এ সময় ঔষুধ প্রস্তুতকারীর প্রতিষ্ঠানের মালিক পরপর ৫ বার সাজা প্রাপ্ত মানহীন ভেজাল ওষুধ উৎপাদনকারী ডাক্তার শরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখেন। উল্লেখ্য যে ইউনানী চিকিৎসক হিসেবে যে সনদপত্র বা রেজিস্টার্ড থাকতে হয় সেটা ডাক্তার শরিফুলের সেই চিকিৎসক সনদপত্রর মেয়াদ এক বছর পার হয়ে গেছে অর্থাৎ তার চিকিৎসা করার কোন অধিকার সে রাখেন না তার কোনো পত্র নবায়ন নাই এবং বাসা বাড়িতে কোন প্রতিষ্ঠানের অর্থাৎ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কোন সরঞ্জাম রেখে ওষুধ উৎপাদন করা সম্পূর্ণ বেআইনি ।
পরবর্তীতে পাবনা ঔষধ প্রশাসন অধিদপ্তর পাবনা জেলা সহকারী পরিচালক সুকর্ণ আহমেদ এর উপস্থিতিতে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্র মোহাম্মদ আবুল হাছনাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক ও ইউনানী চিকিৎসক শরিফুল ইসলাম কে ওষুধ প্রশাসন আইন ১৮ ক ধারা সতর্কমূলক সাজা হিসাবে ২লক্ষ টাকা জরিমান অনাদায় ১মাসের বীনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং ইনানী চিকিৎসকের সনদপত্র নবায়ন করে নিতে বলেন এবং ভবিষ্যতে এধরণের কাছ থেকে বিরত থাকার নির্দেশ দেন।।
বিএসডি/ এমআর