স্টাফ রিপোর্টার
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সুফল এখন সর্বত্র দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশকে আরো এগিয়ে নিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
বুধবার নওগাঁর পোরশা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রাথমিক বিদ্যালয়ে শিশুর শিক্ষার সূচনা হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, শিশুরা যাতে ছোটবেলা থেকেই তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারে সেটা নিশ্চিত করাই এ কর্মসূচির উদ্দেশ্য।
তিনি বলেন, করোনাকালে দেশের উন্নয়ন কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হয়েছে। করোনা সংক্রমণ কমে যাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড ফের গতি ফিরে পেয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
বিএসডি/এমএম