ঢাকা-১৪ আসন উপনির্বাচন উপলক্ষে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও বিএনপির সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন মোল্লাহর কাছে মনোনয়ন ফরম বিক্রি করেনি আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার ফরম নিতে আসলে অতীত রাজনৈতিক ইতিহাস ও বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকায় তাদেরকে দলীয় মনোনয়ন ফরম দেওয়া হয়নি।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এখলাস ও ডিপজলের মনোনয়ন ফরম না পাওয়ার প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি দৈনিক আমাদের সময়কে বলেন, ‘আমাদের দল একটা ক্রাইটেরিয়া মেনে ফরম বিক্রি করে। সেই ক্রাইটেরিয়ার সঙ্গে মেলেনি বলেই তাদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করেনি।’