ভারতের ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। কলিন অ্যাকারম্যানের বল উড়িয়ে মারলেন রোহিত শর্মা। বলের ঠিকানা হলো সীমানার ওপারে। ফলাফল ছয় রান। তাতেই ইতিহাস। ওয়ানডেতে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ছক্কার মালিক এখন রোহিত।
এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন এবি ডি ভিলিয়ার্স। আজ ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত প্রোটিয়া ব্যাটারকে পেছনে ফেলেছেন রোহিত। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে ইনিংসের সপ্তম ওভারে অ্যাকারম্যানের বলে রোহিত যে ছক্কাটি মেরেছেন, সেটি এ বছরে তার ৫৯তম।
এক বছরে এর চেয়ে বেশি ছক্কা এর আগে কেউ মারেনি। এত দিন সর্বোচ্চ ছিল ডি ভিলিয়ার্সের ৫৮ ছয়, যা তিনি ২০১৫ সালে মেরেছিলেন। ২০১৯ সালে শুবমান গিল মারেন ৫৬টি ছক্কা। ২০০২ সালে ৪৮ ছক্কা মেরে এই তালিকায় চতুর্থ স্থানে শহীদ আফ্রিদি। এ বছরই ৪৭টি ছক্কা মেরে তালিকার পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম।
এক বছরে সবচেয়ে বেশি ছয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে বিশ্বকাপের এক আসরে বেশি ছয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন রোহিত। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের এউইন মরগান মেরেছিলেন ২২ ছক্কা। আজ রোহিত মেরেছেন ২৩তম ছক্কা।
অবশ্য সবমিলিয়ে ওয়ানডেতে ৩৫১টি ছয় মেরেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। ৩৩১টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে আছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটারের পরই ছক্কা মারায় আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
বিএসডি / এলএম