নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের হাসপাতালগুলোতে নতুন করে ১২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৯ জন । বাকি ৮২ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে। এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৯ জন ডেঙ্গু রোগী। সে হিসেবে একদিনের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে রোগী ভর্তির সংখ্যা। এছাড়া এতোদিন ঢাকাতেই আক্রান্তের সংখ্যা বেশি দেখা গেলেও, গত ২৪ ঘণ্টায় দেশের অন্যান্য স্থানেও বেড়েছে আক্রান্তের সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।
কন্ট্রোল রুমের এমআইএস ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩২১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছর জানুয়ারির শুরু থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ২৭ হাজার ৩৪৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ হাজার ৯২৬ জন রোগী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জন মারা গেছেন।
প্রতিবছর বর্ষা মৌসুমে দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। সবচেয়ে বেশি আক্রান্ত হন রাজধানীর বাসিন্দারা। এবারও সেই একই চিত্র দেখা গেছে।