নিজস্ব প্রতিবেদক:
র্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার মুন্সীগঞ্জ ও দক্ষিন কেরানীগঞ্জ এলাকা হতে ইয়াবা ও ফেনসিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
০১/০৭/২০২২ তারিখ আনুমানিক ০০.৪০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন মাশুরগাঁও ফেরিঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৫০০ (র্পাঁচশত) পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মোয়াজ্জেম (৫০) বলে জানা যায়।
এছাড়া অদ্য তারিখ আনুমানিক ১০.৪০ ঘটিকায় উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া সাবান ফ্যাক্টরী রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১০৭৬ (এক হাজার ছিয়াত্তর) পিছ ইয়াবা ট্যাবলেট ও ১০ (দশ) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ বাচ্চু (৪৮) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও গত ৩০/০৬/২০২১ তারিখ আনুমানিক ২১.৪০ ঘটিকায় উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা রোড় এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ২০০ (দুইশত) পিছ ইয়াবা ট্যাবলেট ও ১০ (দশ) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আফজাল হোসেন (৪৬) বলে জানা যায়। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ মুন্সীগঞ্জ ও দক্ষিন কেরানীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিলসহ অন্যান্য মদকদ্রব্য সরবারহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
বিএসডি/ এমআর