নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের বাগবিতণ্ডার ও পরে সংঘর্ষের ঘটনার রেশ এখনো কাটেনি। আজ মঙ্গলবার সকাল থেকে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার পরিস্থিতি। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। ব্যবসায়ীরা ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বেলা পৌনে ১১টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা শুরু হয়।
এদিকে, সোমবার দিবাগত রাতের ঘটনার পর আজ ঢাকা কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকালে ঢাকা কলেজের ওয়েবসাইটে এ নোটিশ দেয়া হয়। কলেজের ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নামে দেয়া ওই নোটিসে বলা হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। সকল শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
রাত ১২টার দিকে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ শুরু হলে নিউমার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দুই পক্ষের মাঝখানে পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের শেলও ছোড়ে পুলিশ। সংঘর্ষের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিএসডি/ এমআর