নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হচ্ছে আজ। শনিবার বেলা ৩টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের নিজেদের ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, দেশের করোনা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। তাই যথাসময়ে পরীক্ষা শুরু হবে। নির্ধারিত তারিখ (১ অক্টোবর) থেকেই ভর্তি পরীক্ষা নিতে পুরো প্রস্তুতি নেয়া হচ্ছে। ভর্তি পরীক্ষার ২১ দিন আগে থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যায়। সে হিসেবে আজ (১১ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে আমরা প্রবেশপত্র প্রদান কার্যক্রম শুরু করবো। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা https://admission.eis.du.ac.bd এই ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। এই প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম চলবে সংশ্লিষ্ট ইউনিটগুলোর পরীক্ষা শুরুর এক ঘন্টা আগ পর্যন্ত। যেহেতু সকাল ১১টায় সব পরীক্ষা শুরু হবে তাই পরীক্ষার দিন সকাল ১০টা পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
করোনার কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এবার যার যার শহরে ভর্তি পরীক্ষায় বসবে। করোনা ঝুঁকি এড়াতে দেশের ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আট বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ টিম হিসেবে থাকবেন এছাড়াও স্থানীয় সহকর্মীরা সহযোগিতা করবেন। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছে প্রত্যেক অনুষদের ডিন ও সংশ্লিষ্টরা। ঢাকার বাইরের পরীক্ষা কেন্দ্রগুলোতে যোগাযোগ ও পর্যবেক্ষণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিএসডি/এমএম