স্পোর্টস ডেস্ক
ড্রাফটের ঠিক আগের রাতে মালিকানায় পরিবর্তন আসে। গ্যারান্টি মানি জমা দিতে না পারায় ঢাকার ফ্র্যাঞ্চাইজি মালিকানা হারায় মার্ন ও রুপা গ্রুপ। এরপর খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল গোছানোর কাজ করে। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ড্রাফট টেবিলে অংশ নেন সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার নাফিস। পরে দলভুক্ত হয়ে সেখানে যোগ দেন তামিম ইকবাল।
ড্রাফট থেকে বেশ শক্ত দলই গড়েছে ঢাকা। ড্রাফট শেষে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল জানালেন, বোর্ডের তরফ থেকে ‘ফ্রি লাইসেন্স’ ছিল তাদের কাছে। অর্থের দিকে না তাকিয়ে ‘যাকে ইচ্ছে কেনার’ অনুমতি পেয়েছেন তামিম-রিয়াদরা।
তামিম বললেন, ‘আমি কিছু খেলোয়াড় সাজেস্ট করেছি, রিয়াদ ভাই কিছু সাজেস্ট করেছেন, সুমন ভাই সাজেস্ট করেছেন, যেগুলোকে আমরা নিয়েছি। কিন্তু সবার শেষ কথা বিসিবিকে ধন্যবাদ দিতে হয়। শেষ মুহূর্তে এসে উনারা টেক ওভার করেছে। আমাদের বলা হয়েছিল যাকে ইচ্ছে নিতে পারব। সাধারণত এমন সময় হয় যে এত বাজেট, এর বেশি খরচ করা যাবে না। বিসিবি এই জায়গায় ব্রিলিয়্যান্ট ছিল। সব বোর্ড পরিচালক বলেছে যাকে ইচ্ছে নাও।’
ড্রাফটের প্রথম ডাকেই ঢাকা দলে টানে ওয়ানডে অধিনায়ক তামিমকে। এরপর তৃতীয় ডাকে তারা নেয় আগের দুই ডাকে দল না পাওয়া মাশরাফি বিন মুর্তজাকে। এর আগে তারা সরাসরি নিয়েছিল টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদকে। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে দেশের ক্রিকেটের এই তিন মহারথী এক সঙ্গে খেলবেন।
উচ্ছ্বাস প্রকাশ করেন তামিম বলেন, ‘এরকম তো প্রত্যাশা করা যায় না আসলে। সাধারণ যেটা হয় আমরা তিনজন তিন টিমে থাকি। এবার সৌভাগ্যবশত হয়েছে, খুব খুশি। আমার মনে হয় ক্রিকেটে জেতা হারাটা তো সব না। ক্রিকেটে উপভোগ করাটা খুব গুরুত্বপূর্ণ। যদি উপভোগ না থাকে। বিশ্বেই জিজ্ঞেস করেন যদি তারা ইনজয় না করে তারা খেলবে না। আমরা তিনজন একসঙ্গে থাকল এমনিতেই উপভোগ করব।’
দলীয় প্রত্যাশা নিয়ে বলেন তামিম, ‘চ্যাম্পিয়ন হবো কি হবো না এটা অনেক পরের কথা। আপনি সেরা টিমটা বানাতে পারেন, কিন্তু তারা ভালো করবে কি না সেটা নেসেসারি না। নির্ভর করবে আমরা কীভাবে খেলি। এটার ওপর নির্ভর করে। টিম নিয়ে অনেক খুশি, কিন্তু আমাদের ভালো খেলতে হবে।
এক নজরে ঢাকার স্কোয়াড-
সরাসরি চুক্তি : মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।
ড্রাফট থেকে দেশি : তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন এবং রিশাদ হোসেন।
ড্রাফট থেকে বিদেশি : মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান)।
এসএ