অনেক দিন হলো আফগানিস্তানের ক্ষমতায় এসেছে তালেবান। এবার তাদের নিয়ে বিশ্বকাপের পর প্রশ্নের উত্তর দিতে হয়েছে দেশটির ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ নবীকে। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর তাকে এই প্রশ্ন করা হয়।
ম্যাচটিতে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়েছিল আফগানিস্তান। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ২৪ রান। কিন্তু আসিফ আলির বিধ্বংসী ইনিংসে ৬ বল আগেই জয় পেয়ে যায় তারা। এই ম্যাচশেষে সাংবাদিকের প্রশ্নে অস্বস্তিতে পড়েন নাবী।
ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘আফগানিস্তান বিশ্বকাপে দারুণ খেলেছে। দুটো ম্যাচও জিতেছে। তবে দেশে ফেরার পরে কী হবে, সেই ভয় কি আপনাদের রয়েছে? আপনাকে হয়তো সরকার কৈফিয়ত করতে পারে…’
এখানেই না থেমে তিনি আরও জিজ্ঞাসা করেন, ‘নতুন রাজনৈতিক পালাবদলে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কও বেশ ভালো। এতে কি আফগানিস্তান উপকৃত হবে?’
দৃঢ় কণ্ঠে নবীর জবাব, ‘এমন প্রশ্ন সরিয়ে আমরা কি ক্রিকেটে নজর দিতে পারি? শুধু ক্রিকেট নিয়ে কথা বলাই ঠিক হবে। সঠিক প্রস্তুতি নিয়ে আমরা বিশ্বকাপে খেলতে এসেছি। ক্রিকেট নিয়ে কিছু জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করতে পারেন!’ এরপরেও সেই সাংবাদিকের দাবি ছিল, তার প্ৰশ্ন নাকি ক্রিকেট সংক্রান্ত। এতে আরও একবার ক্ষুব্ধ হন নবী। পরে মিডিয়া ম্যানেজারের হস্তক্ষেপে পরিস্থিতি ঠাণ্ডা হয়।
বিএসডি/এসএসএ