নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ এশিয়া অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে গবেষণা ও উদ্ভাবনে একটি কার্যকর ইকোসিস্টেম গড়ে তুলতে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘প্রমোটিং সাউথ রিজিওয়ানাল কো-অপারেশন ইন হায়ার এডুকেশন কনফারেন্সে’ বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিন দিনব্যাপী এ সম্মেলনের প্রথম দিনে ইউজিসি চেয়ারম্যান ‘হায়ার এডুকেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট: ওরিয়েন্টিং হায়ার এডুকেশন টু দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি লেবার মার্কেট (বাংলাদেশ এক্সপিরিয়েন্স)’ শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন।
ইউজিসি চেয়ারম্যান তার বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশসমূহের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে গবেষণা ও উদ্ভাবন বাণিজ্যিকীকরণের উপযুক্ত পরিবেশ তৈরিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর সহযোগিতামূলক সম্পর্ক তৈরি, প্রায়োগিক গবেষণা পরিচালনা এবং উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন।
তিনি বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ইউজিসি অবদান রাখতে আগ্রহী। নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার ও বিস্তৃত গবেষণা নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো উদ্ভাবনের সহায়ক পরিবেশ তৈরি এবং দক্ষিণ এশিয়াবাসীর কল্যাণে উদ্ভাবিত প্রযুক্তির বাজারজাতকরণে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন।
বিশ্বব্যাংক ও পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ উচ্চশিক্ষা সম্মেলনে ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে নয় সদস্যের এক প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অনারারি অধ্যাপক ড. বাবুনা ফায়েজ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান ও প্রফেসর ড. মো. সাইদুর রহমান, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের পরিচালক আসাদুজ্জামান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাসান মারুফ, ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. জামাল উদ্দিন।