নিজস্ব প্রতিবেদক:
মৎস্য অধিদফতরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) ২য় সংশোধিত প্রকল্পের দক্ষ লিফদের স্থায়ীকরণসহ সরকারি সব সুযোগ-সুবিধা প্রদানসহ ৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিষদের আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে পরিষদের মো. রফিকুল ইসলাম বেলাল বলেন, মৎস্য অধিদফতরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) প্রকল্পের লিফরা ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত অতি সামান্য ভাতা নিয়ে কাজ করে আসছে। বর্তমানে মাছ চাষে বাংলাদেশে বিশ্বের চতুর্থ স্থান অর্জন করেছে। এই সাফল্যের পেছনে ওই প্রকল্পের দক্ষ লিফদের অবদান রয়েছে। মাছ চাষে উদ্বুদ্ধ করার ফলে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। কিন্তু দুঃখের বিষয় লিফদের ভাগ্যের উন্নয়ন হয়নি। তাদের অতি সামান্য ভাতা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, দফতর থেকে পাওয়া ভাতার পুরো অংশটিই চলে যায় যাতায়াতসহ দফতরের বিভিন্ন কাজে। এই প্রকল্পে যোগদান করার পর থেকে মৎস্য সেক্টরে উন্নয়নের জন্য লিফরা মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছালাম, ঢাকা বিভাগীয় সভাপতি কাজী জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জীবনান্দ দেবনাথসহ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
বিএসডি/আইপি