অর্থনীতি ডেস্ক:
রোববারের পর সোমবারও (২৫ অক্টোবর) দেশের পুঁজিবাজারে বড় দরপতনের মাধ্যমে লেনদেন চলছে। এ দরপতনের প্রতিবাদে দুপুরে রাজধানীর মতিঝিলে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় দ্রুত দরপতন থেকে পুঁজিবাজারকে উত্থানে ফেরানোর দাবি জানানো হয়।
একইসঙ্গে গত ১০ অক্টোবর থেকে চলা এ দরপতনের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করার দাবি জানান বিনিয়োগকারীরা। যারা এ দরপতনের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনারও আহ্বান জানান তারা।
তবে দুপুর ১টার পর থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে সূচক বাড়তে শুরু করেছে। তাতে দুপুর ২টা পর্যন্ত সময়ে দেখা গেছে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৩১১টির আর ১৫টির দর অপরিবর্তিত রয়েছে। তাতে প্রধান সূচক কমেছে ৯১ পয়েন্ট। এ চার ঘণ্টায় লেনদেন হয়েছে ১ হাজার ১৪৭ কোটি টাকার। দরপতনে বিমা, বস্ত্র, ওষুধ ও রসায়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারধারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বিনিয়োগকারীরা।
বিএসডি /আইপি