ক্রীড়া ডেস্ক,
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ৯ম আসরের পর্দা উঠছে ২৬ আগস্ট বৃহস্পতিবার রাতে। করোনা মহামারির কারণে এবারও কিছুটা সময় দেরিতে শুরু হচ্ছে টুর্নামেন্টটি।
গত আসরের মতো এবারও দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। এর জন্য একটা ভেন্যুতেই হবে সবগুলো ম্যাচ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ত্রিনিবাগো নাইট রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
একই দিন ভোর ৫টায় মুখোমুখি হবে বার্বাডোজ রয়্যালস ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। গত আসরের মতো এবারও সিপিএলে নেই কোনও বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসানকে জ্যামাইকা তালাওয়াশ দলে নিলেও খেলতে পারছেন না বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে। – ক্রিকইনফো
বিএসডি/এএ