ক্রীড়া ডেস্ক:
১০ উইকেটের জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু, সেটা আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে- এমন উড়ন্ত সূচনার পর স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ‘পাকিস্তান বন্দনা।’ কিংবদন্তি ক্রিকেটাররাও পাকিস্তানকে এখন ফেবারিট মানছেন। স্বদেশি ইনজামাম-উল হকের মতে, ভারতবধ টুর্নামেন্টে পাকিস্তানের দেওয়া সতর্কবার্তা।
শাহিন আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ের পর দুই ওপেনারের অপরাজিত ফিফটিতে (মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম) ১৩ বল হাতে রেখেই ইতিহাস গড়ে পাকিস্তান।
জি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের পারফরম্যান্স প্রসঙ্গে সাবেক পাকিস্তানি অধিনায়ক বলেছেন, ‘ভারতকে হারিয়ে প্রতিপক্ষদের সতর্কবার্তা দিল বাবর আজমরা।’
বাবরের ব্যাটিং টেকনিকের প্রশংসাও ধ্বনিত হয়েছে কিংবদন্তি পাকিস্তানি ব্যাটারের কণ্ঠে, ‘তার (বাবর) ব্যাটিং কৌশল বিরাট কোহলির থেকেও দারুণ। প্রস্তুতি ম্যাচ দেখেই বুঝেছি টুর্নামেন্টে সে কেমন খেলবে। ১০ বছর খেললে অনেক রেকর্ড সে ভেঙে দেবে।’
বিএসডি/এসএসএ