যে যেভাবে পারছি সাহায্য করছি। কেউ হয়তো এক বালতি পানি এনে দিচ্ছেন, কেউ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছেন, কেউ শুকনা খড়কুটো সরিয়ে রাখছেন।
ইকার ক্যাসিয়াস
৪০ বছর বয়সী সাবেক এই ফুটবলার ধন্যবাদ দিয়েছেন আগুন নেভাতে কাজ করা সবাইকে, ‘ভয় ও আতঙ্ক দূর করে আগুন নেভাতে একতাবদ্ধ হয়েছি আমরা। সাহসী সব মানুষ, তাঁরা জানেন কী করে আগুন নেভাতে হয়। আর আমাদের মতো যারা নিড়ানি ধরতেও জানি না, তাদের শিখিয়ে দিচ্ছেন কীভাবে এই কাজ করতে হবে।’
ক্যাসিয়াস লিখেছেন, আগুন নেভানোর কাজে যে যেভাবে পারে সেভাবেই সাহায্য করছে, ‘সবার মধ্যে উদ্দীপনা কাজ করছে। কারও খারাপ লাগছে না। যে যেভাবে পারছি সাহায্য করছি। কেউ হয়তো এক বালতি পানি এনে দিচ্ছেন, কেউ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছেন, কেউ শুকনা খড়কুটো সরিয়ে রাখছেন।’
দাবানল ঠেকানোর কাজে নেমে ক্যাসিয়াস বুঝেছেন, আগুন নেভানোর কাজ কতটা কঠিন। তাই আলাদাভাবে ধন্যবাদ দিয়েছেন অগ্নিনির্বাপণকর্মীদের, ‘প্রশিক্ষণপ্রাপ্ত যেসব কর্মী নিরলসভাবে আগুনের বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের শুভরাত্রি জানাচ্ছি। দিন শেষ হয়ে এল, এবার আমি একটু বিশ্রাম নেব।’
বিএসডি/আইপি