আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর দক্ষিণে কয়েকটি অবস্থানে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ৫ সেনা নিহত ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শনিবার ভোররাতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, সিরিয়ার এয়ার ডিফেন্স হামলা প্রতিরোধ করেছে এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। খবর এনডিটিভির।
আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রগুলো বার্তা সংস্থা জানিয়েছে, হিজবুল্লাহসহ সিরিয়া ও লেবাননের মিত্রদের অস্ত্র সরবরাহের জন্য ইরানের ক্রমবর্ধমান আকাশপথ ব্যবহারে বিঘ্ন ঘটাতে সিরিয়ার বিমানবন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইসরায়েল।