বিনোদন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী করোনাকালেও অভিনয়ে নিয়মিত। বর্তমানে নতুন একটি সিনেমার শুটিংয়ে সিলেটের জাফলংয়ে অবস্থান করছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত কয়েকটি সিনেমা। আজ এ চিত্রনায়িকার জন্মদিন। অভিনয়, জন্মদিন উদযাপনসহ প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।
** সাইফ চন্দনের পরিচালনায় ‘কয়লা’ নামের একটি নতুন সিনেমার শুটিংয়ে জন্য এখন সিলেটের জাফলংয়ে অবস্থান করছি। ২৪ নভেম্বর পর্যন্ত এখানে সিনেমাটির শুটিং চলবে। তারপর ঢাকায় ফিরব। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে শুটিং করছি। সবকিছুই পরিকল্পনা মতো হচ্ছে। তবে আমার সহশিল্পী নিরব হঠাৎ আহত হওয়ায় কাজের গতি কিছুটা মন্থর হয়ে গেছে। তারপরও নিরব শুটিং করছেন কষ্ট করে।
* তাহলে জন্মদিন কী ওখানেই উদযাপন করছেন?
** সেভাবে ঘটা করে জন্মদিন পালন করার সুযোগ নেই। গত দু’বছর ধরেই জন্মদিন পালন করতে পারছি না। ২০১৯ সালে ‘ক্যাসিনো’ সিনেমার শুটিংয়ে ছিলাম। ২০২০ সালে ছিল করোনাকাল। এবারও শুটিং স্পটে। তবে পরিচালক আগেই জানিয়েছেন অল্প পরিসরে হলেও আমার জন্মদিন পালন করা হবে। তাই সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। আমার আত্মীয়স্বজনরাও অপেক্ষায় ছিল। কিন্তু আমি উপস্থিত থাকতে না পারার কারণে তারাও তেমন কোনো কিছু করার সুযোগ পাচ্ছে না।
* ‘কয়লা’ সিনেমায় আপনার চরিত্র কেমন?
** সিনেমা মুক্তির আগে এ তথ্য প্রকাশ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। তবে এটুকু বলতে পারি, একবারেই নতুন একটি চরিত্রে আমাকে দেখা যাবে। গল্পের গভীরতাও রয়েছে। আশা করছি, ভালো একটি সিনেমা হবে এটি।
* সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘চোখ’ সিনেমা নিয়ে সাড়া কেমন পেয়েছেন?
** করোনার মধ্যেও দর্শক বেশ আগ্রহ নিয়েই সিনেমাটি দেখেছেন। এটি দেখে আমাকে ইতিবাচক শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। আসলেই পরিকল্পনা মতো কাজ করলে সেটির কাজ ভালো হয় এবং প্রতিক্রিয়াও ভালো পাওয়া যায়।
* আপনার অভিনীত মুক্তি প্রতীক্ষিত অন্য সিনেমাগুলোর খবর কী?
** তপু খানের পরিচালনায় ‘লিডার, আমিই বাংলাদেশ’ এবং আসিফ ইকবালের ‘রিভেঞ্জ’ নামের দুটি সিনেমায়ও অভিনয় করেছি। দুটিরই কাজ শেষ হয়েছে। শুনেছি সুবিধাজনক একটি সময়ে সিনেমা দুটি মুক্তি পাবে। এ দুটি সিনেমাও দর্শকের ভালো লাগবে বলে আমি মনে করছি।
* করোনার কারণে কি আপনার কোনো পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে?
** তা তো অবশ্যই। করোনাভাইরাস না এলে আমার অভিনীত সিনেমার সংখ্যা আরও বৃদ্ধি পেত। কারণ যে পরিমাণ প্রস্তাব এসেছিল, সেগুলোতে যদি অভিনয়ের সুযোগ পেতাম, তাহলে ক্যারিয়ার সমৃদ্ধ হতো। কিন্তু করোনাভীতির কারণে শুটিং করার ওপর সরকারি নিষেধাজ্ঞা ছিল। এ ছাড়া কিছুটা সময় নিষেধাজ্ঞা না থাকলেও আমিই সংক্রমণের ভয়ে কাজ করিনি। এখন যেহেতু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, তাই আমিও কাজে ফিরেছি।