নড়াইল প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় ২ টন কেজি ইলিশ মাছ রফতানি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ইলিশ মাছভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলায় প্রবেশ করে।
প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ ডলার। বিডিএস কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান মাছগুলো রফতানি করেছে। আর মাছগুলো আমদানি করেছে ত্রিপুরার আগরতলার বিদ্যা এন্টারপ্রাইজ।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ মাছ রফতানি বন্ধ রয়েছে। তবে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ইলিশ মাছ রফতানি বিশেষ অনুমোদন দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে প্রথম চালানে দুই টন মাছ রফতানি করা হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি হবে আখাউড়া স্থলবন্দর দিয়ে।
আখাউড়া স্থল শুল্ক কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, বিডিএস কর্পোরেশন ৪০ টন ইলিশ মাছ রফতানির অনুমতি পেয়েছে। আজ প্রথম চালানে দুই টন ইলিশ মাছ রফতানি হয়েছে।
বিএসডি/আইপি