নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করা হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে হাতেগোনা কয়েকজনের বিচার হলেও এ হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল, তা এখনো অজানা রয়ে গেছে। হত্যাকাণ্ডের কলাকুশলী, পরিকল্পনাকারী ও মদদদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে। এজন্য প্রয়োজনে একটি কমিশন গঠন করা যেতে পারে।’
শনিবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে গোপালগঞ্জ জেলা সমিতি।
শেখ ফজলুল করিম সেলিম আরও বলেছেন, ‘বঙ্গবন্ধুর পাঁচ খুনি এখনও বিদেশে পালিয়ে আছে। তাদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে।’
বিএসডি/এমএম