আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট নিয়েছেন রশিদ খান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে মন ভালো নেই তারকা লেগ স্পিনারের। দারুণ খেলার পরও যে পাকিস্তানের কাছে হেরে গেছে আফগানিস্তান।
বাবর আজম ও মোহম্মদ হাফিজকে আউট করে পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছিলেন রশিদ। তবুও প্রতিবেশী দেশকে আটকে রাখা যায়নি। শেষ দুই ওভারে পাকিস্তানের দরকার ছিল ২৪ রান। ৬ বল বাকি থাকতে আসিফ আলির বিস্ফোরক ইনিংসের ওপর ভর করে ম্যাচ জিতে যায় পাকিস্তান।
তবে ওই ম্যাচে হাফিজকে ফিরিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে শততম উইকেট পূরণ করেছিলেন রশিদ। এরপর গুরুত্বপূর্ণ সময় আউট করেন বাবর আজমকে। কিন্তু করিম জিনাতকে পরপর চারটি ছক্কা মেরে রশিদ খানদের জয়ের স্বপ্ন চুরমার করে দেন আসিফ আলি।
এই হারের পর দেশে-বিদেশে ছড়িয়ে থাকা সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এই লেগ স্পিনার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সমর্থকদের হাসিুখ এনে দিতে না পারায় ক্ষমা চান রশিদ। বাকি ম্যাচগুলো জয়ের জন্য সবার কাছে প্রার্থনার আবেদনও জানান তিনি।
রশিদ লিখেছেন, ‘দেশ-বিদেশে থাকা সব সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ম্যাচ জিতে আপনাদের উচ্ছ্বাস এবং মুখে হাসি এনে দিতে পারিনি। কিন্তু আপনাদের সমর্থন এবং প্রার্থনা বাকি ম্যাচগুলোর জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আফগানিস্তান জিন্দাবাদ।’
বিএসডি/এসএসএ