আন্তর্জাতিক ডেস্ক:
বিভিন্ন সময়ে গোবর ও গোমূত্র খবরের শিরোনামে এসেছে। কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব কখনও বা সাধারণ কোনো ব্যক্তি, গরুর শরীর থেকে নির্গত বর্জ্য মানুষের স্বাস্থ্যের পক্ষে কতটা প্রয়োজনীয় বারবার সেই ব্যাখ্যা সামনে এসেছে এবং সেই নিয়ে দানা বেঁধেছে নানা বিতর্ক।
চিকিৎসকরা বরাবরই বলে আসছিলেন যে, গোবর বা গোমূত্র স্বাস্থ্যের জন্য উপকারী এই দাবি পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এবার এক চিকিৎসকই গোবরের সুফল নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিলেন।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, ভারতের হরিয়ানা রাজ্যের এক চিকিৎসক গোবর খাচ্ছেন এবং তিনি জানিয়েছেন, মানুষের দেহ, মন ও আত্মাকে পরিশুদ্ধ করতে সাহায্য করে গোবর। প্রকাশ্যে আসার পর থেকেই ওই চিকিৎসকের ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হরিয়ানার কারনালের বাসিন্দা ওই চিকিৎসকের নাম মনোজ মিত্তাল। ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক গোয়ালে দাঁড়িয়ে গোমূত্র ও গোবরের উপকারিতা নিয়ে সোচ্চার হন ওই চিকিৎসক। একপর্যায়ে মাটিতে পড়ে থাকা গোবর তুলে তিনি খেয়ে নেন এবং জানান তার মা প্রতিদিন সকালে গোবর খেয়ে নিজের উপবাস ভঙ্গ করতেন।
এদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর থেকেই হইচই পড়ে যায়। এক ব্যক্তি বলেন, ‘ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের উচিত এখনই এই ব্যক্তির লাইসেন্স বাতিল করে দেওয়া। কারণ এরপর ছোট ছোট শিশুদের অসুখ হলে ওষুধের পরিবর্তে তিনি গোবর খেতে বলবেন।’
সম্প্রতি গোমূত্র ও গোবর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ভারতের আরেক রাজ্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। তিনি বলেছিলেন, ‘গোমূত্র ও গোবর ভারতের অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে পারে। গরু, গোবর ও গোমূত্রেই লুকিয়ে রয়েছে আর্থিক উন্নতির চাবিকাঠি। শুধু প্রয়োজন সঠিক ভাবে প্রয়োগের।’
উল্লেখ্য, এর আগে একাধিকবার গোমূত্রের নানা উপকারিতার কথা তুলে অদ্ভূত সব দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির নেতা-মন্ত্রীরা। কখনও বলা হয়েছে, গোমূত্র পান করলে দূরে থাকে করোনাভাইরাস। এমনকি গোমূত্র পান করলে নাকি ক্যান্সার রোগীরাও সুস্থ হয়ে ওঠেন।
এমনকি পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষের ‘গরুর দুধে সোনা’ তত্ত্ব নিয়েও কম সমালোচনা হয়নি।