এবারের ইউরোতে সব দলেরই বড় ‘শত্রু’ করোনাভাইরাস। টুর্নামেন্ট শুরুর আগেই সেই ‘শত্রু’ হানা দিয়েছে শিরোপা প্রত্যাশী স্পেন দলে। গত রোববার দলের অন্যতম সদস্য সের্হিও বুসকেতসের করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছে তারা। দ্বিতীয়বার করোনা পরীক্ষায় কাল আবারও পজিটিভ এসেছে বুসকেতসের। তবে স্পেনের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে দলের আর কারও করোনা পজিটিভ আসেনি।
গত শনিবার পর্তুগালের সঙ্গে প্রস্তুতি ম্যাচে স্পেনের হয়ে খেলা বুসকেতস রোববার করোনা পজিটিভ হওয়ার পরই তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। আপাতত কোনো লক্ষণ না থাকলেও দ্বিতীয় পরীক্ষায় পজিটিভ আসায় আইসোলেশনেই থাকছেন। তবে করোনা পজিটিভ হওয়ার আগে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করেছেন বুসকেতস। এ কারণে দলের বাকি সদস্যের নিয়ে একটু শঙ্কাতে ছিল স্পেন। গতকাল বুসকেতস ছাড়া বাকি সবার নেগেটিভ এলেও সেই শঙ্কা তাদের কাটেনি।
এ কারণেই সতর্কতা হিসেবে নতুন করে পাঁচজন খেলোয়াড়কে অনুশীলনের জন্য ডেকেছেন স্পেনের কোচ লুইস এনরিকে। তবে এই ৫ জন মূল দলের সঙ্গে অনুশীলন করবেন না। অনুশীলনে ডাক পাওয়া রদ্রিগো মরেনো, পাবলো ফোরনালস, কার্লোস সোলের, ব্রেইস মেন্দেজ ও রাউল আলবিওলের জন্য আলাদা জৈব সুরক্ষাবলয় তৈরি করা হয়েছে। তাঁরা সেই জৈব সুরক্ষাবলয়ে আলাদাভাবে অনুশীলন করবেন।
বুসকেতস ছাড়া মূল দলের সবার ফল নেগেটিভ এলেও সতর্কতার অংশ হিসেবে খেলোয়াড়দের আইসোলেশনেই রাখা হয়েছে। অনুশীলনে নতুন ডাক পাওয়াসহ সব খেলোয়াড়ের এখন থেকে প্রতিদিন করোনা পরীক্ষা করা হবে। মূল দলের খেলোয়াড়েরা আইসোলেশনে থাকায় লিথুয়ানিয়ার বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচে স্পেন খেলাবে তাদের অনূর্ধ্ব-২১ দলকে। ম্যাচ শেষে এই দলের কয়েকজনকে আবার ইউরোর জন্য অনুশীলনে ডাকা হবে। তাঁরা তৃতীয় একটি জৈব সুরক্ষাবলয়ে আলাদাভাবে অনুশীলন করবেন।