আন্তর্জাতিক ডেস্ক:
যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল খুব বেশি ধৈর্য রাখতে পারবে না বলে সতর্ক করেন তিনি। সরাসরি সম্প্রচারে তিনি সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন। খবর জিও নিউজের।
সরকারের বিরুদ্ধে অভিযোগে ইমরান বলেন, বর্তমান সরকার দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীলতার দিকে নিয়ে গেছে। যদি জোট সরকার আমাদের দেয়ালের সঙ্গে ঠেসে ধরে তাহলে জনগণকে ডাক দেওয়া ছাড়া আমাদের হাতে বিকল্প থাকবে না। দেশের অর্থনীতি ক্রমশ নিম্নমুখী। এতে জনগণের দুর্ভোগ বাড়ছে। রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশ যদি অব্যাহতভাবে ভুগতে থাকে তাহলে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা খুব কঠিন হবে। এ সময় শিগগিরই নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।
জাতির উদ্দেশে ভাষণ দেওয়া সম্পর্কে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তাঁর সময়ে জাতীয় ঝুঁকির হার ছিল ৫ শতাংশ।
কিন্তু তাঁর বিরুদ্ধে যখন অনাস্থা প্রস্তাব আনা হয়, তখন তা বেড়ে দাঁড়ায় ৯ শতাংশে। বর্তমানে তা আরও বেড়ে দাঁড়িয়েছে ২২ শতাংশে। তিনি এ সময় ক্ষমতাসীন জোট সরকারের কড়া সমালোচনা করে বলেন, অর্থনীতির ধ্বংস বন্ধ করার কোনোই পথ নেই তাদের সামনে।
বিএসডি/এফএ