জেলা প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনার পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটজনকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। সোমবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভবুকদিয়া বটতলা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে নগরকান্দা থানায় ওই আট ব্যক্তিকে আসামি করে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা করেছে পুলিশ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি লোহার বড় হাতুড়ি, প্লাস্টিকের খেলনা পিস্তল, লোহার ছোরা, ২টি ছুরি, একটি লোহার রড, একটি রামদা, দুইটি লোহার রডের তৈরি ছেনি উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, নগরকান্দার ভবুকদিয়া গ্রামের ছলেমান মুন্সি (৪৫) ও শরিফুল শিকদার (২৪), ফরিদপুর সদরের শোভারামপুর এলাকার সেলিম বিশ্বাস (৩১), জনি শেখ (২৫) ও রায়হান বিশ্বাস (২৫), ফরিদপুর শহরের রঘুনন্দনপুর মহল্লার শাহিন খান (৩২) ও ইয়াছিন মণ্ডল (২২) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের হেমায়েত কাজী (৪০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াছ হোসেন বাদী হয়ে আজ সকালে নগরকান্দা থানায় ডাকাতির প্রস্তুতি আইনে একটি মামলা করেছেন। আসামিদের মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিএসডি/এসএফ