বিশ্বকাপের ফাইনালে রবিবার অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে ভারত। কোচ হিসেবে সম্ভবত সেটাই শেষ ম্যাচ হয়ে থাকল রাহুল দ্রাবিড়ের। বিশ্বকাপের পরেই তার সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হয়ে গেছে। দ্রাবিড় সেই চুক্তি আর বাড়াতে আগ্রহী নন বলেই জানা গেছে। ভারতের কোচের পদে দেখা যেতে পারে ভিভিএস লক্ষ্মণকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনিই ভারপ্রাপ্ত কোচ।
শোনা গেছে, কোচ থাকতে না চাওয়ার বিষয়টি বোর্ডের কর্তাদের জানিয়ে দিয়েছেন দ্রাবিড়। তার পরেই কোচের পদে আগ্রহ দেখিয়েছেন লক্ষ্মণ। এখন তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের ভারপ্রাপ্ত কোচ। এর আগে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে এবং নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে ও অন্তর্বর্তিকালীন কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিএসডি/ এফ এ