নিজস্ব প্রতিবেদক:
মানব সমাজের সামগ্রিক বিকাশ ও অগ্রগতিতে নারীরা পুরুষের চেয়ে ক্ষেত্রবিশেষে অধিক অবদান রাখলেও নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এখনও সমাজকে গ্রাস করে রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নারী আন্দোলনের সভাপতি মিতা রহমান। তিনি বলেন, মানুষ হিসেবে নারীর মানবাধিকার, সমমর্যাদা, সমঅধিকারের দাবি নিদারুনভাবে এখনও উপেক্ষিত হচ্ছে।
মঙ্গলবার (৮ মার্চ) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে জাতীয় নারী আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ধর্ষণ-নির্যাতনসহ নারীর প্রতি সহিংসতার পাশাপাশি বহুক্ষেত্রেই রাজনৈতিক ক্ষমতাও অপব্যবহার হচ্ছে বলে দাবি করেন মিতা রহমান। তিনি বলেন, ঘরে-বাইরে নারীর প্রতি সব বৈষম্য ও সহিংসতার অবসান, সমমজুরি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবস নারীর হাজার বছরের লড়াই সংগ্রামের এক অর্জন। এ দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। বিদ্যমান পুঁজিবাদী সমাজব্যবস্থা ক্রমশ বিকাশের ফলে ১১২তম নারী দিবসে এসেও নারীর সামগ্রিক অবস্থান তেমন কোনো পরিবর্তন হয়নি।
সভায় আরও উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব রুখসানা আমিন সুরমা, নারী আন্দোলনের সাধারণ সম্পাদক নাজমা রহমান, সহ-সভাপতি জীবন নাহার প্রমুখ।
বিএসডি/ এলএল