খেলাধূলা প্রতিনিধি:
বাংলাদেশ ও ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়ে উড়ন্ত নিউজিল্যান্ডকে এক ঝটকায় মাটিতে নামিয়ে আনল অস্ট্রেলিয়া।
এত বড় ব্যবধানে জয়ের নায়ক এলিসা পেরির ফিফটি ও অ্যাশলে গার্ডনার। এ দুই ব্যাটারের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রানের বড় সংগ্রহ দাঁড় করাতে পারে অস্ট্রেলিয়া।
জবাবে অসি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৮ রানেই গুটিয়ে যান কিউইরা।
এই জয়ের সুবাদে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ জেতার রেকর্ডে ভারতকে টপকে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল।
শ্রীলংকার বিপক্ষে ভারতের পুরুষ দল জিতেছে ৯৩ ওয়ানডে। সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ ওয়ানডে জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া নারী দল।
কিউই নারীদের বিপক্ষে ১৩৩ ম্যাচ খেলে ১০০টিই জিতল তারা, হেরেছে মাত্র ৩১টি।
রোববার ইতিহাস গড়া ম্যাচে আগে ব্যাট করে ৮৬ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কার মারে ৬৮ রান করেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিসা পেরি। শেষ দিকে মাত্র ১৮ বলে ৪ চার ও ৪ ছয়ের মারে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন গার্ডনার।
ছাড়া তাহিয়া ম্যাকগ্রা ৫৬ বলে ৫৭, বেথ মুনি ৪৪ বলে ৩০ ও রাচেল হেইন্স করেন ৪৪ বলে ৩০ রান।
২৭০ রানের বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। দলীয় সংগ্রহ মাত্র ৩৫ রান হতেই সাজঘরে ফিরে যান পাঁচ ব্যাটার। সর্বোচ্চ রান আসে মিডলঅর্ডার ব্যাটার অ্যামি সাদারওয়েটের ব্যাট থেকে, ৪৪। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন টেলএন্ডারের লিয়া তাহুহু, ২৩ রান। আর কেউই দাঁড়াতে পারেননি অসি বোলারদের সামনে।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ডারসি ব্রাউন। আমান্দা জেড ওয়েলিংটন ও অ্যাশলে গার্ডনারের শিকার ২টি করে উইকেট। ব্যাটিংয়ে ৬৮ রানের পর বল হাতেও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এলিসা পেরি।
বিএসডি/ এমআর