নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্টন থানায় নাশকতা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলামের আদালতে আব্দুস সাত্তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, ২০১৭ সালে রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করেন পুলিশ। পরে পুলিশ মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করেন। আব্দুস সাত্তার পাটোয়ারী মামলাটির চার্জশিট ভুক্ত আসামি হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।