খেলাধূলা প্রতিনিধি:
নিউজিল্যান্ডে পরাজয়ের শৃঙ্খল ভেঙেছিল চলতি বছরের শুরুতে। টানা ৩২ ম্যাচ হারের পর নিউজিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। জানুয়ারিতে টেস্টে কিউইদের হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল মুমিনুল হকের দল।
নিউজিল্যান্ডের মতোই বাংলাদেশের জন্য দুঃসহ স্মৃতির আখড়া দক্ষিণ আফ্রিকা। এই দেশটিতে এখনো জয় নেই বাংলাদেশের। তিন ফরম্যাট মিলে ১৯-০ স্কোর লাইনে এগিয়ে স্বাগতিকরা। তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে আগামীকালই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলছেন, নিউজিল্যান্ডে হারের বৃত্ত ভাঙতে পারলে দক্ষিণ আফ্রিকায় কেন নয়? মাউন্ট মঙ্গানুইয়ে মুমিনুলদের পাওয়া জয় থেকেই প্রোটিয়া দুর্গ ভাঙার মিশনে প্রেরণা খুঁজছেন তামিম। অতীতের মতো ভালো ক্রিকেট খেলা নয়, বাংলাদেশ এবার আফ্রিকায় যাচ্ছে জয়ের জন্য।
এত বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৬ টেস্ট, ৯ ওয়ানডে ও ৪ টি-২০ তে টানা হেরেছে টাইগাররা। এবার জয়ের আশায় খেলবে বাংলাদেশ। গতকাল মিরপুর স্টেডিয়ামে তামিম বলেছেন, ‘আমরা এমন একটা পর্যায়ে আছি ওয়ানডে ক্রিকেটে, জেতা ছাড়া অন্য কিছু বলাটা উচিত হবে না আসলে। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই যাব। সাথে এটাও সত্যি যে, এটা কঠিন। ওখানে আমাদের রেকর্ড অতটা ভালো না। রেকর্ড জিনিসটাই এমন যে, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। বড় উদাহরণ ছিল, নিউজিল্যান্ড টেস্ট। আমরা চেষ্টা করব যেই রেকর্ডটা আমাদের দক্ষিণ অফ্রিকায় আছে ঐ রেকর্ডটা পরিবর্তন করতে পারি।’ আসন্ন সফরে জয়ের জন্য মরিয়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিম বলেন, ‘আমি অবশ্যই জিততে চাই। ওটা করার জন্য যা যা করার দরকার তা করব।’
মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টজয়ী দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে চান তামিম। তাদের কাছ থেকে সেই রোমাঞ্চকর জয়ের গল্প শুনতে চান। তাদের পরিশ্রম, মানসিকতা, মনোবলের কথা শুনে তা ছড়িয়ে দিতে চান ওয়ানডে দলে। গতকাল তামিম বলেন, ‘নিউজিল্যান্ডে যদি চিন্তা করেন, প্রায় ৩০-৩২টা খেলায় আমরা কোনো দিন জিততে পারিনি। কিন্তু ঐ টিমটা এ জিনিসটা পরিবর্তন করেছে। আশা করছি, এই টিমটাও এই জিনিসটা পরিবর্তন করতে পারবে। আমি নিউজিল্যান্ডে ঐ দলের সঙ্গে ছিলাম না দুর্ভাগ্যবশত। যারা ছিল, আমি পছন্দ করব তারা এসে কথা বলুক। ঐ টিমের অনেকেই ওয়ানডে স্কোয়াডে আছে। আমি পছন্দ করব তারা যদি ঐ ম্যাচটাকে নিয়ে কথা বলে, তাদের ভাবনা, প্রক্রিয়াগুলো, ঐ সময়ে কি চিন্তা করছিল ঘুরে দাঁড়াতে।’
বিএসডি/ এমআর