বর্তমান সময় ডেস্কঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষ্ণচূড়া নামে শিক্ষার্থীদের বাসে হামলা করেছে অবরোধকারীরা। বুধবার (৮ নভেম্বর) সোনাপুর বাস ডিপু থেকে শহরের সুধারাম থানার সামনে যাওয়ার পথে সকাল ৮টায় দত্তের হাটে হামলার শিকার হয় বাসটি। এসময় অবরোধকারীরা বাসে অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাস চালকের পাশের জানালার কাঁচ ভেঙ্গে যায়৷ এতে চালক আহত না হলেও তিনি আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন।
কৃষ্ণচূড়া বাসের চালক আরিফুল ইসলাম প্রধান বলেন, বাস ডিপু থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্য শহরের মাইজদী যাওয়ার পথে বুধবার সকাল আটটার দিকে দত্তের হাট পেট্রোল পাম্প এলাকায় ৮/১০ লোক বাসে ইট-পাথর নিক্ষেপ করে। এতে বাসের জানালা, লুকিং গ্লাস ও পেছনের বডিতে দাগ পেড়ে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. কাউসার হোসেন বলেন, আমি এই বিষয়ে জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে নিরাপত্তার বিষয়টি জোরদার করবো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সাহানা রহমান বলেন, আমি এই বিষয়ে শুনেছি, তবে এখনো চালক বা কারো পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। ঘটনা বিস্তারিত জানার পর আমরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
বিএসডি/আরপি