ক্যাম্পাস ডেস্ক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ আব্দুল বাকী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক। আগামী ৪ বছর এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আব্দুল হামিদের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১২(১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। উপ-উপাচার্য হিসেবে যোগদানের দিন থেকে ৪ বছর দায়িত্ব পালন করবেন তিনি। পাশাপাশি উপ-উপাচার্যের দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
অধ্যাপক ড. বাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এ ছাড়া তিনি নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয় থেকে একুয়াকালচার বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীকালে তিনি জাপানের ইয়োকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
বিএসডি/এমএম