পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রাবাসের মেঝে দেবে ছয়জন আহত হয়েছেন। সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টায় শেখ কামাল ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আতিক, আরিফ, হান্নান, রাকিব, রুমান ও মীর রায়হান।
আহত শিক্ষার্থী আতিক, আরিফ ও হান্নান জানান, মিটিং শেষ করে সবাই বারান্দায় দাঁড়িয়েছিলাম। এ সময় হঠাৎ করে মেঝের নিচে প্রায় সাত ফুট গভীর ফাঁকা তৈরি হয়। ওই ফাঁকে পড়ে ছয়জন ছাত্র আহত হয়।
পটুয়াখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক গাজী জাফর ইকবাল বলেন, ছাত্রদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই শিক্ষা প্রকৌশলসহ একটি টিম পরিদর্শনে এসেছে। সমস্যা সমাধানে তারা (শিক্ষা প্রকৌশল বিভাগ) দ্রুত পদক্ষেপ নেবে। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে।
জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খান বলেন, ২০০৩ সালের নির্মিত ভবনের সেনড্রেন তৈরির কারণে ভবনের নিচের বালি অতিরিক্ত প্রেশারের কারণে বের হয়ে গেছে। এখন ভরাট করে সোলিং করে, সিসি ঢালাই দিয়ে ঠিক করে দেওয়া হবে।
বিএসডি/এসএসএ