নিজস্ব প্রতিবেদক:
পদ্মা সেতু নির্মাণে বাধার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বাধা দিয়েছিল, তাদের একটা জবাব দিয়েছি। তাদের একটা উপযুক্ত জবাব এই পদ্মা সেতুর মধ্য দিয়ে দিতে পারলাম।’ তিনি আরও বলেন, ‘ড. ইউনূসকে যখন গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে চলে যেতে হবে, তখন বিশ্ব ব্যাংক, আমেরিকায় তদবির করে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল। কে দুর্নীতি করেছে? যে সেতু প্রাণের সেতু, যে সেতুর সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য জড়িত। দুর্নীতি–ষড়যন্ত্রের কথা বলে টাকা বন্ধ করে দিল। টাকাটা বন্ধে করেছে, ঠিক আছে। বাংলাদেশ বসে থাকেনি।’
আজকে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য বিশেষ দিন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘নিজের টাকায় এই পদ্মা সেতুর তৈরির ঘোষণা দিয়েছিলাম। অনেকে বলেছে, নিজের টাকায় সেতু করতে পারব না। আমার একমাত্র শক্তি বাংলার জনগণ। বাবা-মা, ভাই-বোন সব হারিয়ে, নিঃস্ব রিক্ত হয়ে ফিরে এসেছিলাম এই বাংলাদেশে।’
বিএসডি/ এমআর