নিজস্ব প্রতিবেদক,
মাদক-কাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক চিত্রনায়িকা পরীমনি। সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ঘটনায় পরীমনিকে নিয়ে যারা কাজ করছিলেন তাদের সিনেমাগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান ইউফরসি ‘প্রীতিলতা’ নির্মাণ করছিল। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন পরীমনি। চলতি মাসের ১৭ আগস্ট সিনেমার শেষ লটের শুটিং করার কথা ছিল। পরীমনির আটকের পর সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমার শুটিং খুব বেশি বাকি নেই। আর মাত্র বিশ দিনের শুটিং করলেই হবে। বর্তমান পরিস্থিতিতে শুটিং পিছানো ছাড়া আর কোনো উপায় নেই।’
পরিচালক সূত্রে জানা যায়, ‘প্রীতিলতা’র নির্মাণ খরচ অর্ধ লক্ষ ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুটিং পিছিয়ে দিলে খরচ আরো বাড়বে। সে ক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠানকে বাড়তি অর্থ গুনতে হবে। সব মিলিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে প্রীতিলতা টিম।
এ ছাড়া পরীমনির ‘বায়োপিক’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল আগামী সেপ্টেম্বরে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমার বাজেট ৫০ লাখ টাকা। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় এতে পরীর বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ। এ সিনেমার ভবিষ্যৎ প্রসঙ্গে সুজন আহমেদ বলেন, ‘এখন অপেক্ষা করা ছাড়া আমাদের কিছু করার নেই।’ তবে এখনও যেহেতু সিনেমার শুটিং শুরু হয়নি সেক্ষেত্রে নায়িকা বদলে যেতে পারে বলে ইঙ্গিত দেন সুজন।
কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘অন্তরালে’ শিরোনামের ওয়েব সিরিজে অভিনয় করবেন পরীমনি। এমনকি বোট ক্লাব কাণ্ডে পরীমনি যেদিন লাইভে আসেন সেদিন চয়নিকা তার পাশেই ছিলেন। সাম্প্রতিক পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়েছে অন্তরালের শুটিং।
এ ছাড়া বিভিন্ন সময় পরীমনির একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর গণমাধ্যমে এসেছে। পরীকাণ্ডে থমকে যেতে পারে সেসব সিনেমার কাজ। এতে প্রযোজক তো ক্ষতির মুখে পড়বেনই, সহশিল্পীদের ওপরও পড়বে তার চাপ।
বিএসডি/এমএম