সরকারের পদত্যাগ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে শুরু হয়েছে কৃষক সমাবেশ।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সড়কে অস্থায়ী মঞ্চে এই কৃষক সমাবেশ চলছে। সমাবেশের কারণে নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের একপাশে যানচলাচল বন্ধ রয়েছে। যার ফলে, এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত এই কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সম্পাদকমণ্ডলীর নেতারা বক্তব্য রাখবেন।
এই সমাবেশে যোগ দিতে ঢাকার বাইরে থেকে বিএনপির অনেক নেতাকর্মী এসেছেন। বেলা ১১ টার পর থেকে নয়াপল্টন এলাকায় ছোট-ছোট মিছিল নিয়ে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। বেলা ১টার দিকে নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কে ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায় নেতাকর্মীতে।
দেখা গেছে, সমাবেশে অংশ নিতে আসা কৃষক দলের নেতাকর্মীরা পুরো দস্তর কৃষক সেজে এসেছেন। তাদের মাথায় ছিল বেতের তৈরি টুপি, কোমরে গামছা, পরনে লুঙ্গি-গেঞ্জি। আর হাতে ছিল ধানের চারা। এ ছাড়া সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে রয়েছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্ল্যাকার্ড এবং জাতীয় পতাকা এবং দলীয় পতাকা। পুরুষের পাশাপাশি অনেক নারীকেও এই সমাবেশে অংশ নিতে দেখা গেছে।
এদিকে বিএনপির কৃষক সমাবেশকে কেন্দ্র করে ফকিরাপুল মোড়, চায়না টাউন, নাইটিঙ্গেল মোড় পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থান নিয়েছেন।
বিএসডি/ এলএম