আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধে উসকানি দেয়ার জন্য গুগল, মেটার মতো পশ্চিমা আইটি জায়ান্ট ও যুদ্ধে প্ররোচনাকারীদের দায়ী করে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের উপপরিচালক ওলেগ গ্যাভ্রিলভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ প্রতিরোধের জন্য দেশটির ফেডারেশন কাউন্সিলের অ্যাডহক কমিশন একটি সভার আয়োজন করে। সভায় গ্যাভ্রিলভ বলেন, বাইরের দেশগুলো, সর্বোপরি গুগল, মেটার মতো মার্কিন আইটি জায়ান্টগুলোর অগ্রহণযোগ্য আচরণের কথা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রকাশ্যে মিথ্যা তথ্য প্রচার করছে। পাশাপাশি রুশ তথ্যভাণ্ডার বন্ধ করে, স্থানীয় সংবাদমাধ্যমের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করে এবং হতাশাজনক সার্চ রেজাল্ট দেখিয়ে মানুষকে সঠিক তথ্য থেকে বঞ্চিত করছে। অথচ প্রাসঙ্গিক বিজ্ঞাপনের আড়ালে ভুয়া তথ্য স্বাধীনভাবে প্রচার হচ্ছে এই সামাজিক মাধ্যমগুলোতে।
তার মতে, পশ্চিমা ওয়েব পরিষেবাগুলো শুধু ভুয়া তথ্য উৎপাদনের ক্ষেত্র হিসেবে ভূমিকা রাখছে না, এ ধরনের ‘অবৈধ কার্যক্রমে’ সরাসরি অংশগ্রহণও করছে।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিদেশি উসকানিদাতাদের দায়ী করে পদক্ষেপ নেয়ার মাধ্যমে জাতীয় নিরাপত্তা শক্তিশালীকরণ এবং রাষ্ট্রের ওপর গুরুতর হুমকি প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখা হবে বলে মনে করেন এ রুশ কর্মকর্তা।
বিএসডি/ এফএস