আন্তর্জাতিক ডেস্ক,
তালেবানের দেওয়া চরম সময়সীমা মেনেই ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান ছেড়েছে আমেরিকার সেনা। কিন্তু পুরো বাহিনী এখনও দেশে ফেরেনি। সোমবার রাত থেকে দফায় দফায় পাকিস্তানে প্রবেশ করেছে তাদের একাংশ। এই পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতে আমেরিকার সেনা ঘাঁটি তৈরির আশঙ্কায় সরব হয়েছে বিরোধীরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার।
যদিও গতকাল মঙ্গলবার ইমরান খান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, এই বন্দোবস্ত নিতান্তই সাময়িক। রশিদ বলেন, পাকিস্তানের মাটিতে দীর্ঘমেয়াদি ভিত্তিতে বিদেশি সেনা থাকবে না।
যে বিদেশিরা এসেছেন, তাদের ২১ থেকে ৩০ দিনের ট্রানজিট ভিসা দেওয়া হয়েছে। তার মধ্যেই তাদের ফিরে যেতে হবে। রশিদ জানিয়েছেন, ২ হাজার ১৯২ জন আমেরিকান সেনা তোরখাম সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পৌঁছেছেন। ১ হাজার ৬২৭ জন বিমানে ইসালামাবাদে নেমেছেন।
বিএসডি/এএ