আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা প্রায় হাজার ছুঁয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৪৫০ জন। ৪ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন এ পর্যন্ত আশ্রয় শিবিরে জায়গা নিয়েছেন। ভয়াবহ বন্যার কবলে এমন পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করছে দেশটি। খবর জিও নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, মুষলধারে বৃষ্টির কারণে ৫৭ লাখেরও বেশি মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনুযায়ী, আগস্টে পাকিস্তানে ১৬৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিক গড় ৪৮ মিলিমিটার থেকে ২৪১ শতাংশ বেশি। বেশি দুর্যোগপূর্ণ এলাকা সিন্ধু ও বেলুচিস্তানে যথাক্রমে ৭৮৪ শতাংশ এবং ৭৯৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
যার ফলে পাকিস্তানজুড়ে অস্বাভাবিক বৃষ্টি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পাকিস্তানের দক্ষিণাঞ্চল ক্ষতিগ্রস্ত বেশি হয়। এই মুহূর্তে সিন্ধু প্রদেশের ২৩ জেলা পানিতে ডুবে আছে।
বিএসডি/এফএ