স্পোর্টস ডেস্ক:
দুর্দান্ত এক টুর্নামেন্টের সমাপ্তিটা হলো হতাশায়। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে বিশ্বকাপে প্রথমবারের মতো হারিয়ে শুরু হয়েছিল। সেটাও ১০ উইকেটের বড় ব্যবধানে। এরপর সুপার টুয়েলভে একটি ম্যাচেও হারেনি পাকিস্তান।
কিন্তু সেমিফাইনালে এসে তাদের সঙ্গী হলো হতাশা। অস্ট্রেলিয়ার কাছে এক ওভার বাকি থাকতেই ৫ উইকেটে হেরে যায় পাকিস্তান। সমাপ্তি হয় দুর্দান্ত একটি বিশ্বকাপ মিশনের। এই ম্যাচ হারের পর অবশ্য বাবর আজমদের পাশে দাঁড়িয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুজদের অনুপ্রেরণা জুগিয়েছেন পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো এই ক্রিকেটার। তিনি বলেছেন, বাবরদের ব্যথা ভালোভাবেই বুঝতে পারছেন। জানিয়েছেন, বাবর আজমদের পারফরম্যান্স মন জয় করেছে তার।
টুইটারে ইমরান লিখেছেন, ‘বাবর আজম ও তার দল, তোমাদের মনের ভেতর কী চলছে আমি বুঝতে পারছি। খেলোয়াড় হিসেবে এমন পরিস্থিতির মুখোমুখি আমাকেও হতে হয়েছে। মন খারাপ করো না। এই টুর্নামেন্টে তোমরা দুর্দান্ত খেলেছো। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি খেলা শেষে তোমরা যে নম্রতার পরিচয় দিয়েছ, তা সত্যিই গর্ব করার মতো।’
বিএসডি/এসএসএ